টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন পাকুটিয়া গ্রামে মনোরম পরিবেশে ১৯৫২ ইং সনের ২রা জানুয়ারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্ঠায় গড়ে উঠেছিল পাকুটিয়া পাবলিক হাই স্কুল। সেই থেকে পথ চলা। বিদ্যালয়টি এই এলাকার মানুষের মাঝে বিদ্যার আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্যালয়টি ১৯৯৮ইং সালে কলেজে উন্নীত হয়। বর্তমানে স্কুল এন্ড কলেজটিতে প্রায় ১৪০০ ছাত্র ছাত্রী লেখাপড়া করছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশাল খেলার মাঠ। মাঠটিতে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগীতা ছাড়াও জোনাল ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।