• avatar
  • avatar
  • avatar
  • avatar
  • avatar
  • avatar
  • avatar

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক কর্ণার

tcorner
stcorner
stacorner

প্রতিষ্ঠান প্রধানের বার্তা - অধ্যক্ষ জীবুন নিছা

avatar

শিক্ষার জ্ঞান মানুষের মনের প্রসারণ, জীবন ও পৃথিবী সম্বন্ধে নতুন চিন্তার উদ্ভাবন ঘটায়। শিক্ষা জাতির মেরুদন্ড হয়ে দাড়ায় তখনই, যখন একটি জাতি মানবীয় মূল্যবোধে উজ্জীবিত হয়ে শিক্ষাবান্ধব স্থিতিশীল সমাজ ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত থেকে উন্নতর ভবিষ্যৎ নির্মাণে চেষ্টিত হয়। আর এ জন্য প্রয়োজন সুশিক্ষা। জ্ঞান অর্জনের সুশিক্ষার কোন বিকল্প নেই। টাংগাইল জেলার ঘাটাইল থানায় পাকুটিয়া গ্রামে মনোরম পরিবেশে ১৯৫২ ইং সনের ২রা জানুয়ারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্ঠায় গড়ে উঠেছিল পাকুটিয়া পাবলিক হাই স্কুল। সেই থেকে পথ চলা। বিদ্যালয়টি এই এলাকার মানুষের মাঝে বিদ্যার আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্যালয়টি ১৯৯৮ইং সালে কলেজে উন্নীত হয়।

পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ

শিক্ষা জাতির মেরুদন্ড
গ্যালারী    যোগাযোগ

টাংগাইল জেলার ঘাটাইল থানায় পাকুটিয়া গ্রামে মনোরম পরিবেশে ১৯৫২ ইং সনের ২রা জানুয়ারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্ঠায় গড়ে উঠেছিল পাকুটিয়া পাবলিক হাই স্কুল। সেই থেকে পথ চলা। বিদ্যালয়টি এই এলাকার মানুষের মাঝে বিদ্যার আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্যালয়টি ১৯৯৮ইং সালে কলেজে উন্নীত হয়। বর্তমানে স্কুল এন্ড কলেজটিতে প্রায় ১৫০০ ছাত্র ছাত্রী লেখাপড়া করছে।

  • স্থাপিত : ১৯৫২
  • ই আই আই এন: ১১৪২০০
  • সময় : সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:৩০
  • ফোন : 01716596823 (Principal), 01309114200 (ICT Teacher)
  • ইমেইল: pakutiacollege.info@gmail.edu.bd
  • ঠিকানা : ডি. পাকুটিয়া, ঘাটাইল, টাংগাইল।